Khoborerchokh logo

রাজশাহীর গোদাগাড়ী থানার কাদিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৬ 233 0

Khoborerchokh logo

রাজশাহীর গোদাগাড়ী থানার কাদিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৬

 বিভাগীয় শহর রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কাদিরপুর এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ১২টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী থেকে গোদাগাড়ীতে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে গিয়ে কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়া এলাকার মোশাবেব আলী (৪০) তার স্ত্রী হোসনে আরা (৩৫), চাঁপাইনবাবগঞ্জ চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া বেগম (৩০)। এছাড়া চার মাসের শিশু আদিব আল হাসান। মহানগরীর মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান (৩৫)। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানায়, শনিবার দুপুরে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-খ- ১১-৩২৬০) রাজশাহী থেকে ছেড়ে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাদিরপুর এলাকায় পৌঁছানোর পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত এক শিশুসহ পাঁচজনকে  রাজশাহী মেডিকেল  কলেজ হাসপাতালে  পাঠানো হয়। রামেক হাসপাতালে পৌঁছানোর পর এক নারী ও শিশুর মৃত্যু হয় জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ ।  তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com